24859

04/19/2025 ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ফের মার্কিন বিমান হামলা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ফের মার্কিন বিমান হামলা

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ১৮:৪৬

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (১০ নভেম্বর) পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পেন্টাগন দাবি করেছে, তারা হুতি বিদ্রোহীদের অস্ত্রাগারে আক্রমণ করেছে, যেখানে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী সামরিক ও বেসামরিক জাহাজে হামলা চালানোর জন্য অস্ত্র মজুত করা হয়েছিল।

এএফপি জানিয়েছে, ইয়েমেনের আল মাসিরাহ টিভির বরাত দিয়ে, রাজধানী সানা থেকে দক্ষিণে অবস্থিত আল সাবিন জেলায় তিন দফা মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা হয়েছে।

এদিকে, গত বছর অক্টোবর মাসে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে এক হাজার ২০০ মানুষকে হত্যা করে হামাস। এরপর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৩ হাজার ৫০০ ফিলিস্তিনি। গত সেপ্টেম্বরেও ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করে।

গাজার যুদ্ধের শুরু থেকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি মালবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি বিদ্রোহীরা দাবি করছে, ফিলিস্তিনিদের ওপর চলমান হামলার প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে।

লোহিত সাগরে বাণিজ্যিক ও নৌ জাহাজে হামলার পর, জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গতকাল (১০ নভেম্বর) এই হামলা ছিল সেই উদ্যোগের সর্বশেষ নজির।

গত এক বছরে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা শতাধিক হামলা চালিয়েছে, যার ফলে চারজন নিহত হয়েছে এবং দুটি জাহাজ ডুবেছে। নভেম্বর মাসে হুতিরা একটি জাহাজ দখল করে, এবং এখনো ওই জাহাজের কর্মীরা তাদের কাছে বন্দি রয়েছে।

সূত্র: এএফপি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]