24875

04/18/2025 পিআইবির পরিচালনা বোর্ড পুনর্গঠন

পিআইবির পরিচালনা বোর্ড পুনর্গঠন

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ২২:১২

দুই বছরের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌস আজীমকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান করে পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকবেন। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী পিআইবি পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হলো।

বোর্ডের সদস্যরা হলেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান।

এছাড়া ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার ফরিদ, আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে কার্যবিবরণীতে বলা হয়েছে, প্রতি তিন মাসে বোর্ডের অন্যূনতম একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]