24882

04/19/2025 রাজশাহীতে কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজশাহীতে কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪ ০৮:৫১

রাজশাহীর চারঘাটায় কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে হাসপাতালে নিয়ে এসেছেন শাহিনুর ইসলাম (৩০) নামের এক যুবক।

গতকাল সকালে উপজেলার রাইপুর গ্রামে ক্ষেতে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। শাহিনুর ইসলাম উপজেলার রাইপুর গ্রামের মো. কয়নানের ছেলে।

শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি খেতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপসহ তিনি হাসপাতালে আসেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হাসপাতালরে জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১৩ নম্বর ওয়ার্ড ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা ভালো আছে। তাকে রাসেলস ভাইপার কামড় দিয়েছিল বলে জানা গেছে। তিনি সাপটি মেরে সঙ্গে নিয়ে এসেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]