24887

04/03/2025 জেলা জামায়াতের নতুন সেট-আপ সম্পন্ন

জেলা জামায়াতের নতুন সেট-আপ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৪ ১৬:৩২

বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন সেট-আপ সম্পন্ন হয়েছে। 

সোমবার সকাল ১০টায় রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক এর সভাপতিত্বে নবনির্বাচিত জেলা শাখার সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক ও মোঃ মাইনুল হোসেন শপথ গ্রহণ করেন।

সরাসরি রোকনদের ভোটে নির্বাচিত বিভিন্ন উপজেলার আমীরগণসহ নির্বাচিত বিভিন্ন পদে দায়িত্বশীলদের শপথ পাঠ করান নব নির্বাচিত রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। সহকারী সেক্রেটারি হিসেবে নির্বাচিতরা হলেন মোঃ আবুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, অধ্যাপক কামরুজ্জামান, মো: নুরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম ও মো. রেজাউর রহমান। এসময় মেহমানগণ সকল দায়িত্বশীলগণকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানান। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]