24889

04/19/2025 রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় আরও ১৪ আসামি গ্রেফতার

রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলায় আরও ১৪ আসামি গ্রেফতার

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪ ১৯:৩২

গত ৫ আগস্ট রাজশাহী নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার আরও ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), সজিব (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩), শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), তাসনিমুল নাঈম (২৭)।

আল আমিন রাজশাহী জেলার বাঘা থানার রুস্তমপুরের মো. মোস্তাক আহম্মেদের ছেলে, তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া, আনারুল হক কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, আতিকুর রহমান একই থানার মাসকাটাদিঘী গ্রামের মো. আকতার হোসেনের ছেলে, মজিবর রহমান বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, রবিউল শাহমখদুম থানার ভারালীপাড়ার মো. ইসমাইল হোসেনের ছেলে, আলমগীর পবা থানার মদনহাটি গ্রামের মো. আজহার আলীর ছেলে, রাকিব কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মো. আ. গফুর আলীর ছেলে, সজিব বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, সাব্বির একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, এনামুল কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মো. শহীদুল ইসলাম শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]