24890

04/19/2025 জেরুজালেমে ইসরায়েলি ঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

জেরুজালেমে ইসরায়েলি ঘাঁটিতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪ ১৯:৩৫

ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি সেনাঘাঁটিতে সোমবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে, ইরান-পন্থী হুথি যোদ্ধারা জানিয়েছে, তারা ইসরায়েলের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাফা এলাকায় অবস্থিত নাহাল সোরেক সেনাঘাঁটিতে ওই হামলা চালিয়েছে। খবর আরব নিউজের।

ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেমের পশ্চিমাঞ্চলে ওই সেনাঘাঁটিতে আগুন দরে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সময় দেশটির বিমানবাহিনী তা ধ্বংস করে ফেলেছে, এর ধ্বংসাবশেষ থেকে বেইত শেমেশ এলাকায় আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর জানায়নি ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যখন ক্ষেপণাস্ত্রটির উপস্থিতি শনাক্ত করা হয়, তখন তা দ্রুত সাইরেন সিস্টেমের মাধ্যমে স্থানীয় জনগণকে সতর্ক করা হয়। শফেলাত ইহুদা, ইহুদা এবং লাকিশ—এই তিনটি এলাকায় সাইরেন বাজানো হয়।

গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]