24900

04/11/2025 শরীয়তপুরে ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

শরীয়তপুরে ১২৩টি ককটেল ধ্বংস করলো পুলিশ

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২৪ ২৩:৩৬

শরীয়তপুরের ডামুড্যায় সড়কের পাশে পরিত্যক্ত ১০টি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ১২৩টি ককটেল ধ্বংস করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো ধ্বংস করেন।

পুলিশ জানায়, সকালে ডামুড্যার আকালবরিশ এলাকার সড়কের পাশে ১০ টি কালো ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হলে ঘটনাস্থলে পরিদর্শন করে তারা। পরবর্তীতে খবর দিলে ৯ ঘন্টা পর সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বোমা ধ্বংসের কাজ শুরু করে। বিশেষ ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

দেশকে অস্থিতিশীল করতে বিশেষ কোন মহল বোমাগুলো অন্যত্র বহন করছিল বলে ধারণা করছে পুলিশ। আর এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

এ ব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান বলেন, ১০টি ব্যাগে উদ্ধার হওয়া একশ তেইশটি হাতবোমা ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা কোন উদ্দেশে বোমাগুলো রেখে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]