24912

04/19/2025 গাজায় ২ দিনে ইসরাইলের ২০ সেনা নিহত

গাজায় ২ দিনে ইসরাইলের ২০ সেনা নিহত

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২৪ ২১:৩৫

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অন্তত ২০ সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিশোধে এই সব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, দিনের শুরুতে গাজার উত্তরাঞ্চলে অন্তত পাঁচজন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হামাস যোদ্ধারা আগের দিন অর্থাৎ রোববার যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে আরো ১৫ জন ইসরাইলি সেনাকে হত্যা করেছে। তবে ইসরাইল আজ চার সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। চার সেনাই স্টাফ সার্জেন্ট পদমর্যাদার।

হামাস টেলিগ্রাম চ্যানেল দেয়া বিবৃতিতে আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধাদের গুণগত অভিযান ইহুদিবাদী সেনাদের ব্যর্থতা আবারো নিশ্চিত করেছে। হামাস ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে গুণগত হামলা অব্যাহত রেখেছে।

হামাস আরো বলেছে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিদিন গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে এবং ইহুদিবাদী সেনারা ক্ষতির মুখে পড়ছে, তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে। হামাসের প্রতিরোধের মুখে নেতানিয়াহুর স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।

সূত্র : পার্সটুডে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]