04/19/2025 রাজশাহীতে ট্রাকচাপায় ৭০ বছরের বৃদ্ধ নিহত
রাজটাইমস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৫
রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাপায় ৭০ বছর বয়সী আনছার আলী খাঁন নিহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে দুর্গাপুর পৌরসভার সিংগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আনছার আলী পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই।
জানা যায়, আনছার আলী বাজার করতে সিংগাহাটে গিয়েছিলেন। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে হোজা নদীর ওপর নির্মিত সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা জানান, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়, ফলে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল রিপোর্ট তৈরি করে ও অপমৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।