24932

04/19/2025 পাকিস্তানে বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ২৬

পাকিস্তানে বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ২৬

রাজটাইমস ডেস্ক

১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৮

পাকিস্তানে বর-কনেসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে ডন জানায়, মঙ্গলবার গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় স্থানীয় সময় দুপুর ১টার দিকে একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

বাসে মোট ২৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে ১৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। নববধূকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। নিখোঁজ বাকি ১২ জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

নদীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]