24933

04/19/2025 জয়পুরহাটে বাঁশ ঝাড়ে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

জয়পুরহাটে বাঁশ ঝাড়ে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

রাজটাইমস ডেস্ক

১৩ নভেম্বর ২০২৪ ২০:৪১

জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুইদিন পর নুর আলম (২২) নামে ওই ব্যবসায়ীর মৃতদেহটি বুধবার (১৩ নভেম্বর) দুপুরে একটি কবরস্থানের বাঁশঝাড় থেকে পাওয়া যায়।

নিহত নুর আলম জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। স্থানীয় পুলিশ কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নুর আলম মঙ্গলবাড়ী বাজারে কাপড়ের দোকান করতেন। গত সোমবার (১১ নভেম্বর) দুপুরে তিনি দোকানে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন, কিন্তু তারপর আর বাড়িতে ফিরে আসেননি।

বুধবার দুপুরে বুজরুক গ্রামের কবরস্থানের বাঁশঝাড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঝুলন্ত মরদেহটি দেখতে পান। তারা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে ওসি শাহেদ আল মামুন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে। তদন্ত কার্যক্রম চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]