03/19/2025 রাবিতে জয়পুরহাট জেলা সমিতির আহ্বায়ক জাকির, সচিব রেজোয়ান
রাবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪ ২৩:১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জয়পুরহাট জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের মো. জাকির হোসেনকে আহ্বায়ক এবং আরবী বিভাগের আহসান হাবিব রেজোয়ান সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার বিকাল ৪ টায় মারজিয়া আক্তার দোলার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাহিদুজ্জামান (ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), যুগ্ম আহ্বায়ক মো. ইমন বাবু (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল), জিনাত আরা জেবিন (ফলিত গণিত) এবং মো: আব্দুল হাই (ফাইন্যান্স)।
এছাড়াও যুগ্ম সচিব (অর্থ) আবদুল্লাহ আল মোরসালিন (আরবী), যুগ্ম সচিব (দপ্তর), মো. তাজিন রানা তুষার (বাংলা), যুগ্ম সচিব (প্রচার) এবং মো. আবু সুফিয়ান (মার্কেটিং) বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ অধ্যাপিকা সৈয়দা আফরিনা মামুন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সারওয়ার জাহান লিটন, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, আইন বিভাগের অধ্যাপক ড. সাহাল উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপিকা ড. শাহিনা আক্তার।
উল্লেখ্য, জয়পুরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন। জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের কল্যাণে নবীন বরণ, চড়ুইভাতি, ইফতার মাহফিল, স্মরণিকা প্রকাশ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করে থাকেন।