24940

04/18/2025 বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজটাইমস ডেস্ক :

১৪ নভেম্বর ২০২৪ ১৯:৪৬

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন-বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশালের পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার হবার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনবান্ধব হতে হবে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্য সবার সাথে আলোচনা হয়েছে বলেও জাহাঙ্গীর আলম চৌধুরী জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]