24948

04/18/2025 জাতির উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম- অধ্যাপক মুজিব

জাতির উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম- অধ্যাপক মুজিব

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৩

শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষার মেরুদন্ড শিক্ষক। একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভুমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ-চরিত্রবান হয় তাহলে ছাত্রও সৎ চরত্রবান হবে। একটি দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। ইসলামি শিক্ষা ব্যতীত সততা সত্যবাদীতা নিষ্ঠা আন্তরিকতা সৃষ্টি অসম্ভব। আল্লাহর প্রথম বানীই হলো পড়। নবী মুহাম্মদ সা কে তিনি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরন করেছিলেন। আল্লাহ বলেছেন, হুআল্লাজি বা সা ফিল উম্মিইনা রাসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি অ ইউ যাক্কিহিম অ ইউ আল্লিমুহুমুল কিতাবা অল হিকমাতা অর্থাৎ তিনিই আল্লাহ যিনি উম্মতের জন্য রাসুলকে প্রেরন করেছেন আর তিনি আয়াত তেলাওয়াত করে শুনান আর কিতাবের জ্ঞান শিক্ষা দেন এবং আমাদেরকে পরিশুদ্ধ করেন। গতকাল গোদাগাড়ী উপজেলার এক মিলনায়তনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর এসকল কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চল শিক্ষক ফেডারেশন সভাপতি চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন এখন পাঠ্যপুস্তকে নজরুল, ফররুখ, শেখসাদি, মুজতবা আলী বা আলিম উদ্দিন এর লেখা ছড়া কবিতা প্রবন্ধ দেখা যায় না। হিন্দু ধর্মের লেখকদের কবিতা প্রবন্ধ দিয়ে পরিপূর্ণ। আমাদের জাতিকে হিন্দুয়ানীসহ বিজাতীয় শিক্ষা সংস্কৃতির লালন করা হচ্ছে।এমনকি মাদ্রাসা আর স্কুলের বই একই করে দেওয়া হয়েছে ।

বিশেষ অতিথি জেলা উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক বলেন গত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগামীতে উন্নত জাতি গঠনে শিক্ষা ব্যবস্হাকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, কামরুজ্জামান, ড ওবায়দুল্লাহ, নোমায়ুন, আনারুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব মাষ্টার নজমুল আলম উপস্থাপনা করেন মোখলেছুর রহমান

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]