24957

04/19/2025 ভারতে হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১০ শিশুর প্রাণহানি

ভারতে হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১০ শিশুর প্রাণহানি

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৪ ১২:৩৬

ভারতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর প্রাণহানি ঘটেছে।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে উত্তরপ্রদেশের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই অগ্নিকাণ্ডে আরও অন্তত ৩৭ শিশু দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।

শনিবার (১৬ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঝাঁসি মেডিকেল কলেজের এনআইসিইউতে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে। এনআইসিইউ হঠাৎ ধোঁয়ায় ঢেকে যায়। তখন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এনআইসিইউ-এর জানালা ভেঙে চিকিৎসক ও হাসপাতালকর্মীরা ৩৭ জন শিশুকে উদ্ধার করে।

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, এনআইসিইউতে মোট ৫৪ জন শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৪ জন শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার বলেন, ‘ঠিক কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বেশির ভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত ১০ জন শিশু মারা গিয়েছে।’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]