24976

04/19/2025 ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ গেল আরও ৪৩ ফিলিস্তিনির

ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ গেল আরও ৪৩ ফিলিস্তিনির

রাজটাইমস ডেস্ক

১৭ নভেম্বর ২০২৪ ১৪:০৫

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা চালিয়ে আরও ৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

রোববার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আরও ৪৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদারদের হামলায় অনেকেই আহত হয়েছেন।

গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৩ হাজার ৬০১ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজায় এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]