24980

04/19/2025 ইসরাইলের বর্বর হামলা, গাজা ও লেবাননে নিহত অন্তত ১১৬

ইসরাইলের বর্বর হামলা, গাজা ও লেবাননে নিহত অন্তত ১১৬

রাজটাইমস ডেস্ক: 

১৮ নভেম্বর ২০২৪ ১৩:৪৬

ইসরাইলি বর্বর হামলায় গাজা ও লেবাননে অন্তত ১১৬ জন নিহত হয়েছে। পাল্টা ইসরাইলে রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বোমাবর্ষণে নিহত হয়েছে ১১১ জন। নেতানিয়াহু বাহিনী উত্তর বেইত লাহিয়ার বহুতল ভবন লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে।

এতে প্রাণহানি হয় ৫০ ফিলিস্তিনির। এক বছরের বেশি সময়ে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪৬ জনে।

এদিকে, ইসরাইলি হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। এই নৃশংস হামলা ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা কি না, তা বিশ্ব সম্প্রদায়ের তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

জানা যায়, লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফসহ অন্তত তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এছাড়া, হাসবাইয়া শহরে প্রাণ হারিয়েছে লেবাননের দুই সেনা সদস্য।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]