25009

03/19/2025 সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাবি শাখা ছাত্রশিবিরের নিন্দা

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাবি শাখা ছাত্রশিবিরের নিন্দা

রাবি প্রতিনিধি:

১৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৫

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য ও 'দৈনিক বণিক বার্তা' পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব'র ওপর রাবির মার্কেটিং বিভাগের কতিপয় শিক্ষার্থী কর্তৃক মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল মোহাইমিন ও সেক্রেটারি মোস্তাকুর রহমান জাহিদ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

প্রেস বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, 'গণমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে রাবি প্রেসক্লাব কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে 'দৈনিক বণিক বার্তা' পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আবু ছালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন।

তখন মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন পার হচ্ছিল। এমন সময় ওই বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী শোয়েবের দিকে তেড়ে আসে এবং মারধর শুরু করে। ঐ সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করে।

শুধু তাই নয়, শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও উদ্ধত শিক্ষার্থীরা সেটি ছিঁড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে আসলে তাদেরকেও হেনস্তা করা হয়।

শিবির নেতৃবৃন্দ আরো বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে বস্তুনিষ্ঠতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু ক্যাম্পাসে শোয়েবের ওপর এই নিকৃষ্ট হামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ ও এর স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা চালানো হয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাকর ও চরম উদ্বেগের।

এ ঘটনায় জড়িত মার্কেটিং বিভাগের ওই সকল শিক্ষার্থী ফ্যাসিবাদী আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। এটা কোনো শিক্ষার্থীর আচরণ হতে পারে না বরং তা দুষ্কৃতির নামান্তর।

যারাই সাংবাদিক শোয়েবের ওপর ঘৃণ্যতম এই হামলায় জড়িত ছিল তাদের সকলকেই অতিদ্রুত চিহ্নিত করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]