04/19/2025 গোমস্তাপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১
রাজটাইমস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ২৩:০৩
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরের একটি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বুধবার দুপুরে ওই এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। এদের মধ্যে ওই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৫০) রামেক হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় মারা যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, বিষয়টা আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।