25032

04/11/2025 কোনো উসকানিতে পা না দিতে ৭ কলেজের ছাত্রদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

কোনো উসকানিতে পা না দিতে ৭ কলেজের ছাত্রদের প্রতি আহ্বান আসিফ মাহমুদের

রাজটাইমস ডেস্ক

২০ নভেম্বর ২০২৪ ২৩:০৯

সাত কলেজের ছাত্ররা যেন কোনো ধরনের উসকানিতে পা না দেন, সেজন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, যখন সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করল, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। তবে, এত দ্রুত শিক্ষার ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব না। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন হয়েছিল।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছোড়ায় একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের ঘটনা দুঃখজনক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আজকেও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট না, কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি।

ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে না পড়ে তারা যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখে। ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে সে আহ্বানও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]