25033

03/18/2025 রুয়েট উপাচার্যের আবাসিক হল পরিদর্শন

রুয়েট উপাচার্যের আবাসিক হল পরিদর্শন

রুয়েট প্রতিনিধি:

২১ নভেম্বর ২০২৪ ০০:০২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

গতকাল মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছেন তিনি।

পরিদর্শনকালে আবাসিক হলের রান্নার জায়গা বর্ধিতকরণ এবং খাবারের গুণগত মান বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির উপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ছাত্রকল্যাণ পরিচালক ঠিকাদারের সাথে যোগাযোগ করে হল সম্প্রসারণের পূর্ণাঙ্গ কাজ দ্রুত শেষ করার বিষয়ে জোর তাগিদ দেন।

ঠিকাদার জানান, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই হল সম্প্রসারণের কাজ শেষ করে শিক্ষার্থীদের হলে উঠার উপযোগী করতে পারবেন।

এ সময় উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের বিনোদনের জন্য আবাসিক হলে টিভি রুমের ব্যবস্থা, সাইকেল পার্কিংয়ের জায়গা বৃদ্ধি ও পর্যাপ্ত পরিমাণে বেসিন বৃদ্ধি করার জন্য বাজেট বরাদ্দের আশ্বাস দেন।

এছাড়া হল পর্যবেক্ষণকালে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, হল প্রভোস্ট আব্দুল মজিদ পারভেজ, সহকারী প্রভোস্ট মো. আবু ইসমাইল সিদ্দিকী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]