25067

04/19/2025 পাকিস্তানে সুন্নি-শিয়া সংঘর্ষে নিহত ১৮

পাকিস্তানে সুন্নি-শিয়া সংঘর্ষে নিহত ১৮

রাজটাইমস ডেস্ক

২৩ নভেম্বর ২০২৪ ২২:১৬

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার (কেপি) কুররম জেলায় সুন্নি-শিয়া কমপক্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে কুররমের ঘনবসতিপূর্ণ বাগান এলাকায় ৪৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন। খবর আল-জাজিরার

কুররমের ডেপুটি কমিশনার (ডিসি) জাভেদুল্লাহ মেহসুদ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে স্থানীয়দের সঙ্গে একযোগে কাজ করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। শনিবার কুররমের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তান পিপলস পার্টির সাবেক সংসদ সদস্য সাজিদ হুসাইন তুরি বলেছেন, ওই বৈঠকে কেপি পুলিশের মহাপরিদর্শক (আইজি) আখতার হায়াত খান, মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরি ও সরকারি মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ আলি সাইফ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, বহরের চারপাশ থেকে হামলা চালানো হয়। ১৪ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলেছে।

কুররমের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কায়সার আব্বাস বলেছেন, আহতদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় বিমান অ্যাম্বুলেন্সে পেশোয়ারে স্থানান্তর করা হবে। নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন শিশু।

এদিকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কুররমে মোবাইল সিগন্যাল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত বলেও মন্তব্য করেন তিনি।

এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও বিভিন্ন রাজনৈতিক দল।

আফগান সীমান্তসংলগ্ন এলাকা কুররম ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও ভূমি বিরোধে জর্জরিত। বর্তমান সংঘর্ষে স্থানীয় গোষ্ঠীগুলোর ভূমি বিরোধকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]