04/19/2025 করোনায় বিভাগে প্রাণ গেল আরো একজনের
রাজটাইমস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০ ০০:০৭
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে ২৪ ঘন্টায় বিভাগজুড়ে প্রাণ হারিয়েছে আরও ১ জন। ফলে এ নিয়ে বিভাগের আট জেলায় করোনাভাইরাসে ৩৫৯ জনের মৃত্যু হলো। করোনায় প্রাণ হারানো ব্যক্তিটি বগুড়া জেলার।
শনিবার (১৯ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৯ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।