25086

04/19/2025 কাশ্মীরে আর ৩৭০ ধারা ফিরবে না : মোদি

কাশ্মীরে আর ৩৭০ ধারা ফিরবে না : মোদি

রাজটাইমস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৪ ২১:৫০

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটির জয় নিশ্চিত করার পর কংগ্রেসকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা আর ফিরবে না। কেউ চাইলে বা প্রতিশ্রুতি দিলেও এটি আর সম্ভব নয়।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে বিজেপি সদর দফতরে দেওয়া ভাষণে মোদি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, এই দাবি পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র। ৩৭০ নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণরাজ্যের মর্যাদা হারানো নিয়েও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরবাসীকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছেন। তবে ৩৭০ ধারা ফেরানোর কোনো প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল দেশে দুই রকম সংবিধান চাইছে। তবে মহারাষ্ট্রে জয়ের পর আমি স্পষ্ট করে দিতে চাই, দেশে শুধুমাত্র বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকবে। দ্বিতীয় কোনও সংবিধান হবে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]