25095

04/19/2025 লেবানন থেকে ইসরাইলে শত শত রকেট হামলা

লেবানন থেকে ইসরাইলে শত শত রকেট হামলা

রাজটাইমস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪ ১০:৫৭

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। এছাড়া সম্প্রতি লেবাননেও স্থল অভিযান শুরু করেছে তারা। এবার ইসরাইলে শত শত রকেট ও প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ।

সোমবার (২৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রাণকেন্দ্রসহ তিন শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ তিন শহর জলো পেতাহ টিকভা, নাহারিয়া ও হাইফা। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে, লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট ও প্রজেক্টাইল ছোড়া হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর এ হামলায় দুটি সামরিক স্থাপনাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার ফলে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব রকেটকে আটকাতে পারেনি। আহতদের অনেককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হিজবুল্লাহর চালানো এসব রকেট রাতে আঘাত হেনেছে। অধিকৃত পশ্চিম তীরের তুলকারিম শরণার্থী শিবিরেও এ সময় শার্পনেল ছিটকে পড়েছে। এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয়কেন্দ্র বা সাইরেন ব্যবস্থা নেই।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরাইল। অন্যদিকে ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]