25106

04/19/2025 জয়পুরহাটে ৫ লাখ টাকার মাদক জব্দ

জয়পুরহাটে ৫ লাখ টাকার মাদক জব্দ

রাজটাইমস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪ ২২:৫১

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ৫ লাখ ৫২ হাজার ৮শ’ টাকা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ৩টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১৪ বিজিবি এর পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কড়িয়া বিওপির একটি বিশেষ টহল দল মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৭/২৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম কড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮২ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২ হাজার ২শ’ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

মাদক কারবারি ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। এ সময় মাদক কারবারির ফেলে যাওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]