25128

04/19/2025 লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের

রাজ টাইমস ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪ ০৮:০২

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর, লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির ঘোষণা দেন। চুক্তির প্রাথমিক মেয়াদ হবে ৬০ দিন, পরে তা আরও বাড়ানো হবে।

নেতানিয়াহু জানিয়েছেন, তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তিটিকে সমর্থন করেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল তাদের সেনা লেবানন থেকে প্রত্যাহার করে নেবে, এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ বা অস্ত্র সংগ্রহ করতে পারবে না।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের অবৈধ বসতিতে রকেট হামলা শুরু করে। এর পাল্টা হিসেবে ইসরায়েলও লেবাননে হামলা চালায়।

ইসরায়েলি বাহিনী চলতি বছরের ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরু করে হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য, তবে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল আকাশ শক্তি ব্যবহার করে বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যার ফলে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]