25132

04/11/2025 আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজ দেখে ৬ জন শনাক্ত: প্রধান উপদেষ্টার কার্যালয়

আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজ দেখে ৬ জন শনাক্ত: প্রধান উপদেষ্টার কার্যালয়

রাজটাইমস ডেস্ক

২৭ নভেম্বর ২০২৪ ১৮:৩৬

চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এসব সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে।

ফেসবুকে আরও জানানো হয়, সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করেছে সিএমপি। এর মধ্যে ছয়জন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য, যাদের কাছ থেকে দেশীয় তৈরির ককটেল উদ্ধার করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন এবং তিনি লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় হামলা চালালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। পরে, তাকে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সাইফুলকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]