25137

04/19/2025 ইসকন নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৮

ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবি জানান তারা।
 মঙ্গলবার রাত ৯টায় শহীদ জোহা চত্বরের সামনে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীদের জোহা চত্বরে মিলিত হতে দেখা যায়। পরে জোহা চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমানসহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসর ও দিল্লির ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা। এর আগে জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি', 'এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়', ' একশন একশন, ডাইরেক্ট একশন','আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই',' ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান', ' মুদীর দালালেরা, হুশিয়ার সাবধান',' সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে' এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের। বিক্ষোভে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]