25172

04/03/2025 ধামইরহাটে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪ ১৭:৪১

নওগাঁর ধামইরহাটে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ধামইরহাটের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী যুব বিভাগ ধামইরহাটের সভাপতি মো.মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো.আব্দুর রাকিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা একেএম ফজলুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো.আতাউর রহমান, যুব বিভাগ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মারুফ আহমেদ, জেলা জামায়াতে সহকারি সেক্রেটারী মো. নাজমুল ইসলাম, জামায়াতে ধামইরহাট উপজেলা শাখার আমির মো.কামরুজ্জামান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]