04/05/2025 পাঁচ বছরে পুরোপুরি নিশ্চিহ্ন দেড় শতাধিক পরিবার
রাজটাইমস ডেস্ক:
৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৭
সড়ক দুর্ঘটনায় গত পাঁচ বছরে (২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত) শতাধিক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন।
তাদের প্রকাশিত তথ্যে দেখা যায়, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে তাদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
এতে বলা হয়, ২০২০ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে একসাথে পুরো পরিবার বা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ৫ বছরে সড়ক দুর্ঘটনায় শতাধিক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সড়ক অবকাঠামো বিস্তৃত হওয়ায় পরিবারের সবাই একসঙ্গে বেড়াতে বা কোনো কাজে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া; মহাসড়কে অটোরিকশা চলাচল; অধিকাংশ মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা; মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন ড্রাইভিং করা; ট্রাফিক আইন না মেনে বেপরোয়া মোটরযান চালানো।
সুপারিশ হিসেবে বলা হয়েছে, মোটরবাইক আরোহীদের ভালো মানের হেলমেট ব্যবহার করা; ট্রাফিক আইন মেনে মোটরযান চালানো; মহাসড়কে রোড ডিভাইডার ও সার্ভিস রোড নির্মাণ করা; সংশ্লিষ্ট কর্তৃপক্ষেব সড়ক-মহাসড়কে যানবাহনের চলাচল নজরদারি করা।