25341

04/04/2025 রাবিতে নৈশপ্রহরীসহ কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

রাবিতে নৈশপ্রহরীসহ কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

রাবি প্রতিনিধি:

১০ ডিসেম্বর ২০২৪ ১০:৩৮

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে কর্মরত নৈশপ্রহরী ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল, ফ্যাকাল্টি, ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থানের কর্মচারীদের খোঁজখবর নিয়ক এ উপহার প্রদান করে সংগঠনটি।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে রাবি শাখা শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে জানান, "মানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা আমাদের নৈতিক কর্তব্য। এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে আমরা গভীরভাবে অনুপ্রাণিত। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন মানবতার সেবায় আরও বেশি অবদান রাখতে পারি।"

এছাড়াও শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এ ধরনের মহতী উদ্যোগে অন্যান্য সংগঠন এবং সমাজের বিভিন্ন পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানাই তাঁরা।

কর্সসূচিতে শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল মোহাইমিন, সেক্রেটারি মো. মোস্তাকুর রহমান জাহিদসহ শিবির নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]