25342

04/04/2025 রাবির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার'র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাবির সাথে পপুলার ডায়াগনস্টিক সেন্টার'র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাবি প্রতিনিধি:

১০ ডিসেম্বর ২০২৪ ১২:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত শিক্ষক-শিক্ষার্থীদের ও কর্মকর্তা-কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফি’তে ছাড় প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। অবসরপ্রাপ্ত শিক্ষকরাও এ সুবিধার আওতায় থাকবেন।

এবিষয়ে গত ২৪ নভেম্বর (রোববার) স্থানীয় একটি রেস্তোরায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের প্রধান ফরিদ মো. শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন।

স্বাক্ষরিত সমঝোতার আওতায় রাবির বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ২০-৪০% পর্যন্ত ছাড় পাবে। এছাড়াও ডায়াগনস্টিক সার্ভিসের উন্নয়নের জন্য উভয়পক্ষ প্রশিক্ষণের মাধমে বিশেষজ্ঞ বিনিময় ও পরস্পরের উন্নয়নে অবদানের সুযোগ পাবে।

সমঝোতাপত্র স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. আতিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]