25358

04/19/2025 নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

রাজটাইমস ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৪ ২০:২১

নওগাঁর মান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা পেশায় রং মিস্ত্রি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন— শাকিল হোসেন, জাহিদুল ইসলাম ও নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা রং মিস্ত্রির কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট সড়কের বাঁকাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের সামনা সামনি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির তিন আরোহী ছিটকে সড়কে পড়ে যান। একপর্যায়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি তাদের পিষে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বাকিদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]