04/18/2025 দলীয় কার্যালয়ে সাংবাদিকে ডেকে পেটালো আ.লীগ
নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২০ ০৫:৪২
রাজশাহীর তানোর উপজেলায় দলীয় কার্যালয়ে সাংবাদিকে ডেকে পেটালো আ.লীগ। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার রাত ৮টার দিকে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান মিজানের ওপর এ হামলার ঘটনা ঘটে।
রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে তানোর থানায় অভিযোগের প্রক্রিয়া চলছিল। সাংবাদিক মিজান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। তিনি তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।
মিজান জানান, সোমবার রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার তাকে ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন। তিনি গিয়ে সেখানে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না এবং ভাইস চেয়ারম্যান আবু বাক্কারসহ শতাধিক নেতাকর্মীকে দেখতে পান।
মিজান সেখানে যাওয়ামাত্র আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকার তার ওপর চড়াও হন। সঙ্গে সঙ্গে ৮-১০ জন নেতাকর্মী তাকে মারধর শুরু করেন। সাংবাদিক মিজান সেখান থেকে কোনরকমে পালিয়ে থানায় যান। এরপর তিনি মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।