04/19/2025 এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা
রাজটাইমস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭
ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তুপে দাঁড়িয়েও বুক চেতিয়ে লড়াই করছেন ফিলিস্তিনি যুদ্ধারা।
বুধবার ভোর থেকে দফায় দফায় ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা।
ইসরায়েল হামাসের এ হামলার কথা স্বীকার করে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলে বিরল ৪টি রকেট হামলা করা হয়েছে। তবে এতে কোনো ক্ষতি হয়নি দাবি ইসরায়েলের।
ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, বুধবার ভোরে গাজা থেকে ছোঁড়া দুটি রকেট খোলা জায়গায় পড়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
পরে আরো দুটি রকেট হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে আইডিএফ। ফিলিস্তিনের রকেট হামলার সময় ইসরায়েলের বেশ কিছু স্থানে সাইরেন বেজে উঠে।
এছাড়া বুধবার সকালে পশ্চিমতীরের নাবলুসে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ইসরায়েলি সেনা আহত হয়েছে। পরে তারা পালিয়ে গিয়ে জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসা নেয়।