25369

04/04/2025 আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি

আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপককে সাময়িক অব্যাহতি

রাবি প্রতিনিধি:

১১ ডিসেম্বর ২০২৪ ১৬:২২

অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আরবি বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জন শিক্ষক অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়ম বিষয়ে অভিযোগ ও অনাস্থা আনয়ন করার পরিপ্রেক্ষিতে মাননীয় উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

চিঠিতে আরো বলা হয়েছে, তদন্ত কমিটির কার্যক্রম চলাকালীন আরবি বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আরবী বিভাগের প্রায় সকল শিক্ষক অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ এনেছেন। সেগুলো খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]