03/13/2025 জানুয়ারির মধ্যে সকল বই পাওয়া যাবে না: অর্থ উপদেষ্টা
রাজটাইমস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ২২:২৩
জানুয়ারির মধ্যে সকল বই পাওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ।
সয়াবিন ও পাম তেল, সার, মনুর ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এছাড়া নবম দশম শ্রেণির বই ছাপাতে অর্থ ছাড় করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কর্মব্যস্ত, তাই ঘনঘন ক্রয় সংক্রান্ত মিটিং করা হচ্ছে উল্লেখ করে বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারে নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। নিত্যপণ্যের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। সব পণ্যের দাম একসঙ্গে কমে যাবে সেটা আশা করা যায় না। তবে আলুর দাম কমানো নিয়ে চ্যালেঞ্জের কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ।