25386

04/04/2025 গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় নিহত ৪

গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় নিহত ৪

রাজ টাইমস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪ ১২:০৭

গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝে চাপা পড়ে এক অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. দুলাল (৪২) ও মো. মামুন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় অটোরিকশার সামনে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান। ট্রাক ও কাভার্ড ভ্যানের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।

বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিন জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]