25401

04/03/2025 মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির

মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির

রাজটাইমস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৩০

মানবসেবার জন্যই হাসপাতাল গড়ে তুলেছি বলে মন্তব্য করেছেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রোগীদের সেবার জন্য ভালো ডাক্তার এবং শিক্ষার মান ঠিক রাখার জন্য মেডিক্যাল কলেজে শুরু থেকেই আমরা ভালো শিক্ষক নিয়োগ দিয়েছি। আশা রাখি, সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিক্যাল কলেজ অগ্রণী ভূমিকা পালন করে যাবে। ইনশাআল্লাহ।’

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক ডা: হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার।

বিশেষ অতিথি ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান ও মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: ওয়েস আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা: ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জি এম মনিরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খান, অধ্যাপক ডা: রুবিনা সুলতানা প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]