25406

03/14/2025 ১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

রাজটাইমস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩

আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত জেলা গোপালগঞ্জে নতুন করে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেছে বিএনপি। ক্ষমতার পালাবদলে প্রায় ১৭ বছর পর অস্থায়ীভাবে জেলা কার্যালয় উদ্বোধন করেছে দলটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভায় কেন্দ্রীয় ওলামা দল নেতা মো ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য দেন। পরে দোয়া ও মোনাজাত পাঠ করা হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।

পরে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন দলের নেতারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]