2542

09/19/2024 এবার মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল

এবার মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল

রাজটাইমস ডেস্ক

২২ ডিসেম্বর ২০২০ ২০:১৩

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপ মোকাবেলায় এবার ওমানের নিষেধাজ্ঞার কারণে মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে পরবর্তী সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

তাহেরা খন্দকার জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

এদিকে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

উপ-মহা ব্যবস্থাপক আরো জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

অন্যদিকে, গত সোমবার (২১ ডিসেম্বর) থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সরকারও। এর পরিপ্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটও বাতিল করতে হয়েছে বিমানকে।

উল্লেখ্য, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।

করোনায় ২য় ঢেউ মোকাবেলায় এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক  বিভিন্ন মেয়াদে ফ্লাইট বাতিল করেছে। 

 

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]