25427

03/14/2025 হরিণাকুণ্ডুতে বিএনপির সভায় অপরপক্ষের হামলা, আহত ১০

হরিণাকুণ্ডুতে বিএনপির সভায় অপরপক্ষের হামলা, আহত ১০

রাজ টাইমস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৪ ১২:৪৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির একপক্ষের কর্মিসভায় হামলা করেছে অপরপক্ষ।

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হামলাকারীরা সভাস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে কর্মিসভা পণ্ড হয়ে যায়।

শুক্রবার বিকালে হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে স্থানীয়ভাবে কর্মিসভার আয়োজন করা হয়। সভা শুরু হওয়া মাত্রই জোড়াদা ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনির নেতেৃত্বে লাঠিসোটা, হাত কুড়াল নিয়ে হামলা হয়।

এ সময় আহত হন অন্তত ১০ জন। তাদের মধ্যে আল-আমীন ও মন্টু নামে দুজনের অবস্থা গুরুতর। আল-আমীনের মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে। এই দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাবু আরও অভিযোগ করেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে এমএ মজিদ বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো সভা ডাকা হয়নি। ইব্রাহিম রহমান বাবু নিজের ইচ্ছামতো সভা করতে পারেন না। স্থানীয় আওয়ামী লীগের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীকে নিয়ে সভা করার চেষ্টা করেন বাবু। খবর পেয়ে স্থানীয় বিএনপির লোকজন তাদের ধাওয়া দিয়েছে। এর বেশি কিছু সেখানে ঘটেনি।

এদিকে কর্মিসভায় হামলার প্রতিবাদে বাবু গ্রুপের সর্মথকরা রাত ৭টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও পোস্ট অফিস মোড়ে সমাবেশ করেছে। সমাবেশে কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠেনের নেতারা বক্তব্য দেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]