25432

04/03/2025 ফ্যাসিস্ট সরকার জনস্বার্থে কোনো কাজ করেনি

ফ্যাসিস্ট সরকার জনস্বার্থে কোনো কাজ করেনি

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার এমন কোনো বিরোধী মত নেই যার উপর তারা অত্যাচার করেনি। তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে। অন্য কারো স্বার্থ দেখেনি। জনস্বার্থে কোনো কাজও করেনি।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার দি¦-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আরো বলেন, । পতিত স্বেরাচার আ’লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। গণপিটুনির ভয়ে আ’লীগের লোকজন বাংলাদেশ ছেড়ে পালিয়েছে অপরাধীরা। নিজেদের অপরাধী ভাবে এজন্য তারা দেশে ফিরছেনা। ওরা জানে দেশে গেলে জনগণ ছাড়বে না। তিনি আরো বলেন, আ’লীগ সরকার নির্বাচন নিয়ে তামাশা করেছে। দিনের ভোট রাতে করেছে। এরপর আবার তারা নিজেরা নিজেরা ভোট করেছে। জনগনকে কখনোই ভোট দিতে দেয়নি। স্বৈরাচার যাতে আর প্রতিষ্ঠিত না হতে পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা আর ফিরতে পারবেনা।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। মাঠে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে খোদাভিরু নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে সবাইকে কাজ করতে হবে। আল্লাহর আইন ছাড়া মানুষ শান্তি পাবে না। মানুষের আইন কখনোই সুখ শান্তি দিতে পারে না। তিনি আরো বলেন, আমাদের রাসুল (স) শ্রমিকদের ভালোবাসতেন। শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা প্রদান করতে হবে। শ্রমিকদের বেতন যাতে বাকি না থাকে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের উপর যাতে কোনো ধরণের অত্যাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শ্রমিক-মালিক এক থাকলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। শ্রমিকরা ন্যায্য মজুরি না পেলে অশান্তি হয়। তা মালিক পক্ষের জন্যও শুভ হয় না। অনেক শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-মালিক দ্বন্দ্বে শেষ হয়ে গেছে। তাই শ্রমিক-মালিক সবাইকে সবার সুযোগ সুবিধা বুঝে কাজ করতে হবে। শ্রমিকরা তাদের অধিকার পেলেই সম্মেলন সফল হবে। সবাইকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

এর আগে দ্বি-বার্ষিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডাশেন রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক জামিলুর রহমান এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সহকারী সেক্রেটারী আব্দুল কাদিরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা ড: মাওলানা কেরামত আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী অঞ্চল পরিচালক মুজিবুর রহমান ভুঁইয়া, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল খালেক, সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ আব্দুস সবুর, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশেষ উপদেষ্টা গোলাম মুর্তজা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ। সম্মেলনে আবহসংগীত পরিবেশন করা হয়। সম্মেলনে দুই বছর মেয়াদী রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটির সভাপতিকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সমাপনী বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক কামারুজ্জামান
 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]