25442

04/04/2025 রুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোকচিত্র প্রদর্শনী

রুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোকচিত্র প্রদর্শনী

রুয়েট প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৩

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েট (পিএসআর) কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রুয়েটের ক্যাফেটেরিয়ায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসময়, রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো রবিউল ইসলাম সরকার প্রদর্শনী ঘুরে দেখেন এবং শহীদদের স্মৃতি স্মরণ করেন। এসময় তিনি বলেন, একাত্তরের বিজয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছিল অনস্বীকার্য । বিজয়ের দ্বারপ্রান্তে এসে একটি জাতির শ্রেষ্ঠ মেধাবীদের নৃসংসভাবে হত্যার নজির খুবই কম আছে। বিজয়ের দ্বারপ্রান্তে এসে তাদের এই আত্মত্যাগ তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।

অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম আরো বলেন, শিক্ষার্থীদের এইধরনের যেকোনো কাজকে রুয়েট প্রশাসন সর্বদাই সাধুবাদ জানায়। ভবিষ্যতে চব্বিশের চেতনাকে উজ্জীবিত রাখতে এই ধরনের প্রোগ্রাম গুরুত্বের সাথে আয়োজনের কথা জানান তিনি।

প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন স্থিরচিত্রসহ জুলাই বিপ্লবের বেশ কিছু ছবিও স্থান পেয়েছে। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত ক্যাফেটেরিয়ায় সকলের জন্য উন্মুক্ত থাকবে ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]