04/19/2025 ধামইরহাটে আলমপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৪
নওগাঁর ধামইরহাটে আলমপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি মন্ডলের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি এবং ঐতিহাসিক মাহিসন্তোষ মাজারের টাকা আত্মসাৎ করাসহ নানান অপকর্মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক মহাসড়কে দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য এবং সাধারণ জনগণ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলার মাহিসন্তোষ মাজার এলাকার প্রায় ২শতাধীক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমীন, মাজার মসজিম ইমাম আব্দুর রহিম, মোয়াজ্জিন আব্দুল মালেক, খাদেম মঈন উদ্দীন, রাজু আহমেদসহ মাজার এলাকার গ্রামবাসি।
মানববন্ধনে বক্তারা জানান, আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি মন্ডল দায়িত্ব পালনরত অবস্থায় বিভিন্ন ভাবে মানুষকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানিমূলক কর্মকান্ড করছেন। পাশাপাশি বিগত ১৫ বছর ধরে মাহিসন্তোষ মাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্বে থাকা অবস্থায় মাজারের টাকা আত্মসাৎ করা সহ ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের নিকট থেকে বিভিন্ন ধরনের ভাতার কার্ড, জন্ম সনদ, মৃত্যু সনদ প্রদানের জন্য মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে।
মানববন্ধনে লুটপাট ও দূর্নীতির সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানকে দ্রুত অপসরণ ও আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান সাধারণ জনগণ।