04/10/2025 অধিকৃত গোলানে বসতি স্থাপন দ্বিগুণ করছে ইসরাইল
রাজটাইমস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩
অধিকৃত ও সংযুক্ত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। দেশটির সরকার রোববার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বাশার আল-আসাদের পতনের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রীর অফিস এই তথ্য প্রকাশ করেছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরাক এই পদক্ষেপের নিন্দা করেছে।
নেতানিয়াহুর অফিস জানায়, সিরিয়ায় যুদ্ধ এবং নতুন রণাঙ্গনের প্রেক্ষাপটে গোলানে জনসংখ্যা উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন এবং জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে সরকার সর্বসম্মতভাবে ৪০ মিলিয়ন শেকেল অনুমোদন করেছে।
ইসরাইল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমির বেশিভাগ এলাকা দখল করে রেখেছে। তারা এলাকাটি ১৯৮১ সালে সংযুক্ত করে নেয়, যা কেবল যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কর্মকর্তাদের বলেছেন, সিরিয়ার বিদ্রোহী নেতারা উদার ভাবমর্যাদা উপস্থাপন করা সত্ত্বেও দেশের প্রতি আশু ঝুঁকি এবং সিরিয়ার সর্বশেষ ঘটনাপ্রবাহের কারণে হুমকি বেড়ে গেছে।
গোলানে ২৪ হাজার দ্রুজ বসবাস করে। এই আরব সংখ্যালঘুরা মুসলিম দাবি করলেও তাদের রীতিনীতি ইসলামি বিধানের সাথে স্বীকৃত নয়। তাদের বেশিভাগই নিজেদের সিরিয়ান হিসেবে দাবি করে।
সূত্র : আরব নিউজ এবং অন্যান্য