25467

03/15/2025 বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না সমন্বয়করা

বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না সমন্বয়করা

রাজ টাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

প্রতিবছর বিজয় দিবসে গণমান্য ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, কিন্তু এবারের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় সদস্যদের অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেননি। একাধিক সমন্বয়ক এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহিম নিরব সোমবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় ফেসবুক পোস্টে রাষ্ট্রপতির আমন্ত্রণ কার্ডের ছবি শেয়ার করে লেখেন, ‘ফ্যাসিস্টের দালাল রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। তার হাতেও আমার ভাইদের তাজা রক্ত লেগে আছে। তার দাওয়াতে বঙ্গভবন যাওয়ার প্রশ্নই আসে না। বিজয় দিবসে চুপ্পুর দাওয়াত প্রত্যাখ্যান করলাম।’

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা, মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরই মধ্যে এ বিষয়ে বিবৃতি দিয়েছে। সংগঠনটির সেল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদ আহসান পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আমন্ত্রণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রহণ করছে না। সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো নেতাকর্মী আজ বঙ্গভবনে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন না।’’

এতে আরও বলা হয়, ‘‘মহান বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিনে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে অংশগ্রহণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com