25472

04/10/2025 ১৯৭১-এর বিজয়কে ভারতের বিজয় উল্লেখ করে নরেন্দ্র মোদির পোস্ট

১৯৭১-এর বিজয়কে ভারতের বিজয় উল্লেখ করে নরেন্দ্র মোদির পোস্ট

রাজটাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩০

‘বাংলাদেশের বিজয় দিবস’-কে ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন বলে উল্লেখ করে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ১৬ই ডিসেম্বর ‘বাংলাদেশের মহান বিজয় দিবস’। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এদিন পাকিস্তানের কাছ থেকে বিজয় অর্জন করে ‘বাংলাদেশ’।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের এ যুদ্ধের বিজয়গাঁথা স্মরণ করেছেন। এতে এ বিজয়কে তারা নিজেদের বিজয় বলে উল্লেখ করেছেন। যুদ্ধে বিশেষ করে, আত্মত্যাগ ও অবিচল সংকল্পের জন্য ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্স পোস্টে মোদি লেখেন, ‘আজ বিজয় দিবসে, আমরা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও ত্যাগকে সম্মান জানাই। তাদের আত্মত্যাগ ও অদম্য সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছে। এ দিনটি তাদের সাহসিকতা ও অপ্রতিরোধ্য মনোবলে উৎসর্গিত। তাদের আত্মত্যাগ আমাদের প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অমর হয়ে থাকবে এই বিজয়।’

এদিকে, ভারতের রাষ্ট্রপতি মুর্মু তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে, আমি আমাদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে অদম্য সাহস দেখিয়ে ভারতের বিজয় এনেছেন। যে বীরদের ইতিহাস প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে, তাদের অমূল্য ত্যাগকে চিরকাল স্মরণ রাখবে কৃতজ্ঞ জাতি এবং তারা সবসময় জাতীয় গৌরবের উৎস হয়ে থাকবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]