04/19/2025 পবা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
পবা প্রতিনিধি:
১৬ ডিসেম্বর ২০২৪ ২৩:২০
মহান বিজয় দিবসে রাজশাহীর পবা উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৭ শেসনের (৩ বছর) জন্য ১২সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
পবা উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আয়োজিত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতি- কাজী নাজমুল হক (দৈনিক সোনালী সংবাদ), সাধারণ সম্পাদক- মো. সোহেল মাহাবুব (দৈনিক নতুন প্রভাত) ও যুগ্ম-সাধারণ সম্পাদক- মেসবাহউল আলম দিনার (দৈনিক সংগ্রাম ও নতুন প্রভাত) নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি-১ সরকার দুলাল মাহবুব (সানসাইন) ও সহ-সভাপতি-২ জাহিদ হাসান পলাশ (সোনার দেশ), সাংগঠনিক সম্পাদক- জিয়াউল কবির স্বপন (সানসাইন), অর্থ সম্পাদক- অসিত কুমার (উত্তর কন্ঠ), প্রচার সম্পাদক- মো. মাহবুল ইসলাম (সোনারদেশ), দপ্তর সম্পাদক- মো. সবুজ ইসলাম (উত্তরা প্রতিদিন)।
এছাড়াও কমিটির নির্বাহী সদস্য হলেন- মো. মঈন উদ্দিন (আমার দেশ), মো. ইউসুফ চৌধুরী (আমাদের রাজশাহী) ও মো. জিয়াউল হক জিয়া (রাজশাহীর আলো)।